বহু প্রাচীন সভ্যতা আজ ধ্বংসের অতলে
হারিয়ে গেছে কত স্বপ্নবাজ মানুষ অজানায়
একদিন ঠিক এভাবেই সব হয়ে যাবে ক্ষয়
রোম ,পারস্য ,সিন্ধুর সবাই আজ ভুতলে।
এভাবেই কেটে যাবে দিন ,রাত আর সময়
নতুন সভ্যতা আসবে ,পুরাতন নেবে বিদায়
মুছে যাবে সব রকম যোগাযোগ আর পরিচয়
হারিয়ে যাবে ভালবাসা ,হারিয়ে যাবে হৃদয়।(৬.৭.১৭)