বহু বছর আগে
পার হয়ে এসেছি আমি এক নদী
তখন দেখেছিলাম তার উত্তাল যৌবন
আজ আবার দেখতে গেলাম তাকে
কিছুই নেই আজ আর।
ধুয়ে মুছে গেছে সব যৌবন
সেই প্রাণচাঞ্চল্য আজ আর নেই
হারিয়ে গেছে অতল গভীরে ।
আজ আমি দেখে হতাশ হলাম
কি দেখেছিলাম আর কি দেখছি
কিভাবে সব শেষ হয়ে গেল
চেয়েছিল সে বাঁচতে
পারেনি সে টিকতে এই সভ্যতায়
অনেক অভিমান এর একবুক কষ্ট নিয়ে
সে আছে অপেক্ষায়
আর কয়েকদিন পরেই তার হবে অবসান।