বিষাদের সুর ভেসে যায় অনেক দূরে
যেন ভেসে যায় ঐ কলমির বনে
তারপর অন্ধকারে আবার আসে ভেসে
ভেসে আসে বিষাদের কষ্টের সুরে।
অন্ধকারে মুখ গুঁজে শুনি সেই সুর
জোনাকির দল ঘোরে চারদিকে
পাখিরা উড়ে চলে গেছে পলাতক হয়ে
মন চলে যেতে চাই আমার বহুদূর ।
সকালবেলায় পাখির ডাকে ভাঙে ঘুম
বিষাদ এসে ভর করে কোমল এই মনে
একা বিকেলেও শেষ রোদের আভায়
ফিরে আসে সেই বিষাদের করুণ গান।