বীরের অনেক রক্তস্রোত
মিশে আছে এই বাংলায়,
রক্ত তাঁরা দিয়েছিল বুকের
দূর করেছিল সব অন্যায়।
এতটুকু তারা ভয় পায়নি
অসীম ছিল তাদের সাহস,
রক্তঝরিয়ে এনেছে স্বাধীনতা
লিখেছে এক নতুন ইতিহাস।
তাদের ইতিহাস হারাবেনা
থেকে যাবে এই ধরায়,
থেকে যাবে তারা সবার মনে
থাকবে ভালবাসার ছোঁয়ায় ।