চির তরুণেরা একসাথে গাইবে
প্রিয় স্রষ্টার জয়গান,
বেহেশতে তারা সুখে থাকবে
হবে সব চিন্তার অবসান।
যা ইচ্ছে করবে তাই পাবে
চারিদিক শুধু শান্তি আর শান্তি,
কোন কষ্ট হবেনা কারো
হবেনা কারো কষ্টকর ক্লান্তি।
সেই বেহেশতের জন্যে তুমি
দিবারাত্রি করো পরিশ্রম ,
বৃথা যাবেনা তোমার চেষ্টা
পাবে তুমি আনন্দের বাগান।