বাড়ীর পেছনের জামগাছতলায়
যেতে খুব মন চায়
শৈশবের সেই জামগাছ
সেই গাছে বসে কত স্বপ্ন দেখেছি
কাটিয়েছি কত সুন্দর সময়।
বাড়ীর পেছনের জামগাছতলা
ঠিক তেমনিই আছে
কিন্তু সেইসব স্বপ্ন আজ আর নেই
সব কেমন ফিকে হয়ে গেছে
স্বপ্নগুলো সব গাছের মতো বুড়ো হয়ে গেছে।