বাংলার দামাল ছেলেরা
সংগ্রাম করেছে রাতদিন,
এসেছে অবশেষে স্বাধীনতা
পেয়েছি আমরা সুদিন।
অত্যাচার আর বঞ্চনা
কেটেছে সুদীর্ঘ তেইশ বছর,
দামাল ছেলেরা ছিনিয়ে এনেছে
ঝরেছে অনেক রক্ত তাদের।
হারিয়েছে অনেক মা সন্তান
তাদের এই ত্যাগ অনন্য
আমরা তাদের স্মরণ করি
তাদের এই অবদানের জন্য।
চিরকাল শহীদেরা পেয়ে যাবে
অনেক বেশি সম্মান,
ভালবাসি তাদের অনেক বেশি
করেছি তাদের সবাইকে আপন।