বালুঘড়ি আজ আর নেই
নেই সেদিনের সেই স্বপ্ন দেখা মানুষেরা
একদিন তারা ছিল এখানে সেখানে
হারিয়ে গেছে দূরে মহাকালের শূন্যতায় ।
তারপর কতদিন পেরিয়ে গেছে
বালুঘড়ির মতো তারাও কোথাও হারিয়ে গেছে
রেখে গেছে কত কথা কত স্মৃতি
এভাবেই ব্যবিলনের উদ্যানের মতো সব হারিয়ে যায় ।