আর কবিতা লেখা হয়না
তুমি কাছে নেই বলে
আর কবিতা লেখা হয়না
বসে থাকি আমি চুপচাপ
কত কথা ভাবি
তোমার কথা ভাবি
অতীতের কথা ভাবি
কবিতার কথা ভাবি
ভেবে ভেবে সময় যায়
কবিতা লেখা হয়না।
অনেকে রাত কেটে যায়
ঘুম আমার আসেনা
অন্ধকার ঘরে বসে থাকি
তোমার কথা ভাবি
কবিতার কথা ভাবি
আলো জ্বেলে লিখতে বসি
লেখা আর হয়না
কবিতা আসেনা আর আমার
আমার কবিতা হারিয়ে গেছে
পড়ে থাকে শূন্য খাতা।