আমি দাঁড়াতে চাই ঐ পাহাড়ের চূড়ায়
চিৎকার করে আমি বলতে চাই
তুমি আমার, শুধু আমার
আর কারো নও তুমি শুধুই আমার।
আমি সাগরের তলে গভীরে যেয়ে
আমি বলতে চাই
তুমি কেবল আমার
যেখানেই যাও যতদূরে যাও তুমি আমার।
গভীর কোন ঘন জঙ্গলে
হিংস্র সব জানা অজানা প্রাণীর মাঝে
ভয়ে দাঁড়িয়ে আমি উঁচু গলায় বলতে চাই
তুমি আমার শুধুই আমার।