আমি ভুলতে পারবোনা
তোমার শেষ কথা
বলেছিলে আমায় কখনো ভুলবে না
তারপরেও ভুলে বসে আছো
কেন তবে বলেছিলে সেকথা?
আমি তো ভুলতে পারিনি।
তোমার শেষ কান্না ভেজা চোখ
আমি ভুলতে পারিনি
আমিও কেঁদেছিলাম
মনে কি পড়ে তোমার?
আমাকে ভুলে ভালই আছো
ভাল থেকো তুমি সবসময়।