আমি যাই প্রত্যক্ষ করে
সব অন্যায় অবিচার
কিছুই করতে পারিনা আমি
শুধু চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি
মেনে নেই সব অন্যায়
মেনে নিতে বাধ্য হই।
প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি
সবদিকেই তো পাপ অবিচার
কোনটার প্রতিবাদ করব
তাই প্রতিবাদ করা হয়না
মেনে নেই এক সময়
এভাবেই বেঁচে আছি আমি।