পাহাড়ের সেই গন্ধ
আমায় হাতছানি দেয়
ফিরিয়ে নিয়ে যায় আমায় সেদিনে
কি অপরূপ রূপ
আমি মুগ্ধ হয়েছিলাম
অসম্ভব ভাললাগায় ভরেছিল মন।
পাহাড়ের সেই ঝরনা
আমাকে ভাসিয়ে নিয়েছিল
নিয়েছিল এক অন্য জগতে
আমি ভুলতেই পারিনা সে স্মৃতি
আমাকে সবসময় হাতছানি দেয়
ফিরে যেতে চাই আবার সেখানে।