আমার না লেখা  কবিতা
আমি মনেই রেখেছি
লিখতে গিয়ে আমি বারবার
কেবল হোঁচট খেয়েছি।


আমার ভালবাসার  কবিতা
আছে কেবল আমার মনে
ভালবাসার মিষ্টি আবেশ সব
রেখেছি আমি সঙ্গোপনে ।

আমার সেই কবিতা
মনেই রয়ে যাবে চিরদিন,
কোনদিন  লেখা হবেনা
থেকে যাবে মনে সারাজীবন ।