আমার কেটে গেছে এক যুগ
তুমি চলে যাবার পর
পদ্মায় গড়িয়েছে কত জল
কতবার এসেছে বর্ষা বসন্ত
কেটে গেছে কত অসহায় সময়।
আমার কেটে গেছে এক যুগ
তুমিও এখন মধ্যবয়সী একজন
কত ঘাত প্রতিঘাত তোমারও গেছে
জীবনকে অনেকটাই চিনেছ তুমি
তোমারও গেছে কত খারাপ সময়।
আমার কেটে গেছে এক যুগ
আর হয়তোবা কয়েকযুগ
তারপরেই চলে যাব আমি
তারপরেই চলে যাবে তুমি
থেকে যাবে শুধু অফুরন্ত সময়।