আমার এই স্মৃতিময় ঘরে
তুমি আছ
তোমার গন্ধ আছে
তোমার অস্তিত্ব আমি অনুভব করি
আমার ছোট ঘরের মাঝে।
মাঝে মাঝেই তুমি আসতে
ঘর ভরিয়ে দিতে আনন্দে
দূর থেকেও হাসি শোনা যেত
সেই ঘর আজ অন্ধকার।
আমার এই স্মৃতিময় ঘরে
আলো কি আর আসবেনা?
থেকে যাবে কি শুধুই অন্ধকার?