আকাশ ভরা কালো কালো মেঘ
এক ধরণের বিষণ্ণতা
ভীষণ গুমোট ভাব এই মনে
জানিনা কবে শেষ হবে এসবের
মেঘ কেটে যেয়ে আসবে ঝকমকে সূর্য ।
শূন্যতা দিয়ে ঘেরা এই মন
অসীম কুয়াশা শুধু চারিদিকে
ভীষণ গুমোট ভাব এই মনে
আমি চাই এসবের অবসান
কুয়াশা কেটে আসুক উজ্জ্বল উচ্ছল আলো ।