প্রেমহীন প্রেমিকার উষ্ণ শরীরে ভাজ শরীর কে শান্ত করতে পারে কিন্তু মনে নয়।
শরীরের হিংস্র ক্ষুধা তীব্র কামনার পরিতৃপ্তি আসে শরীরের প্রতিটি শীরা উপশিরার রক্তপ্রবাহে,কিন্তু মনের তৃপ্তি????
সেতো জৈবিক চাহিদায় খুঁজে পাওয়া নয়,পাওয়া কপালের অঙ্কিত ভালোবাসার স্পর্শে।
শরীর ছেনে,চিড়ে, কুঁড়ে নারীর শরীরের নাগাল পাওয়া যায়,মনের নাগাল নয়।
নারী মনের নাগাল তো পাওয়া যায় ভালোবাসার গভীর আলিঙ্গনে,বুকের জমিতে ছোট বাসার সাজিয়ে।
যেখানে সুখ ছড়ায় স্বর্গের প্রেমের দূতরা।
তুমি প্রেমিক হও,
ভালোবাসায় জড়িয়ে নাও গভীর মমতায় যেখানে শরীরের প্রতিটি ভাজে মিশে থাকবে প্রেমের আকুল আবেদন ।
তুমি প্রেমিক হও শরীরকে নয় মনকে ভালোবাসো।
তুমি প্রেমিক হও,
অশ্লীল বাসানায় তান্ডব নৃত্যে মেতো না,আনন্দের ঝর্ণাধারায় প্রবাহিত হও তোমার সহধর্মিণীর বাহু ডোরে।
তুমি প্রেমিক হও,
তুমি যে পুরুষ,নারীর অর্ধাঙ্গ।
ভালোবাসো নারীকে,নারীর মনকে পূর্ণতা পাবে মানব জন্ম।
তুমি পুরুষ নও কোন পশু,তুমি প্রেমের মহিমায় মহিমান্বিত।
মায়া,মমতা,ভালোবাসায় জড়িয়ে নাও তোমার ভালোবাসাকে।
তুমি প্রেমিক হও,ইতিহাস রচনা করো তোমার প্রেমের মায়ায়।