অপ্রাপ্তির বেদনা
অগ্নি বীণা
রাত্রির দ্বি প্রহরে অস্থির মনে,
আজ বড্ড বেশি ভাবায় এলোমেলো বিপন্ন স্মৃতি গুলো।
নিকষ কালো অন্ধকারে ঘেরা,
রাতের নিস্তব্ধতা তোমাকে ভেবে চঞ্চল হয়।
বুকের ভেতর দুমড়ে মুচড়ে যায় বেদনার নীল পাহাড়,
বিষাদের ছায়ায় ডুবে যায় স্মৃতির চিরচেনা শহর।
বিনিদ্র রজনীর বুক ফাটা আর্তনাদ হাহাকার করে অপ্রাপ্তির বেদনায়।
একরাশ কষ্ট বিষাদের সুর হয়ে বাজে,
অনুরাগের বিনায় দুঃখ বিলাসী মনে।