প্রাপ্তি অপ্রাপ্তির ভেলায় দুলছি,
কি পেলাম আর কি হারালাম তার ই অঙ্ক কষছি।
বড্ড সরল তবুও যেন গরলে পরিপূর্ণ ।
হাজার নিয়মে হাজার সূত্র যোগে যতই কষছি অতি মনোযোগে জীবনের অঙ্ক খানি,ফলাফল সেতো শূন্য এ যেন পূর্ব নির্ধারিত।
অতীত কে করে মন্থন,বর্তমানে বিরাজ,ভবিষ্যতের ভাবনায় ডুবে নিজেকে করি ধারণ যেভাবেই যা বরন করি শূন্যে মোড়ানো মোড়ক।
শূন্য যেমন আগেও ছিল এখনো তেমনি তাই রয়েছে পুরোটা জুড়ে।
শূন্যের ভেলায় ভাসছি যেন ডুবছি অবিরত।
শূন্যের মাঝে বসতি আমার,শূন্যেই জাগ্রত প্রাণ।
জীবন খাতার প্রতিটি পাতায় ছিলো হাজার গল্প গাঁথা,হাজার রং এ হাজার গানে রাঙ্গানো প্রতিটি পাতা।
দিন শেষে শূন্য সবই তবে একি নিয়তির খেলা????
শূন্য যেন শূন্যতা ছড়ায়,আপন আলোর মায়ায়।
ধূসর জীবনের প্রতিটি বাঁকে তবে এ কোন মরীচিকার চকমকে ছায়া।
ভাঙা আর গড়ার খেলায় বার বার উড়াই তবুও স্বপ্ন ডানা।
শূন্যতাকেই বেসে ভালো পূর্ণতা কুড়াই।
শূন্য জীবন,শূন্যের ভুবন শূন্যেই গড়ি বসতি।
ভাঙা আর গড়ার খেলায় আমি এক শূন্য পথিক।
.......................