সুখ পাখি তোর বাড়ি কোথায়,আসলি কোথা হতে।
কোথাই বা যাস চলে রে,কোন সে পথের বাঁকে।
কোথায় থাকিস কোন সে বনে,বল না ওরে আমায়।
মাঝে মাঝে খুঁজে ফিরি,পাই না তোরে কোথাও।
এথায় দেখি,সেথায় দেখি,ছুটছিস দিক বিদিক।
যেই না তোকে ডাকি কাছে,পালিয়ে যেন বাঁচিস।
সুখ পাখি রে থাকিস কোথা,কোথায় রে তোর নীড়।
আমার কাছে রাখবো তোরে,খুব যতনে সঙ্গোপনে।
চুপটি করে লক্ষী হয়ে,থাকবি কি রে বল????
আদর দেবো,সোহাগ দেব,বাসবো অনেক ভালো।
বুকের খাঁচায় ঘর বানাবো থাকবি রে তুই ভালো।
সুখ পাখি তুই থাকিস কোথায়,বল তুই আমায় বল।
কেন এত মান অভিমান,কেনই বা রাগ এত।
কেন কাছে ডাকতে গেলেই মুখ করিস কালো।
কেমন করে বুঝাই তোকে,কেমন করে বল।
তোর জন্য কাঁদে যে মন,রাত্রি করে ভোর।
কোথায় রে তুই পালিয়ে বেড়াস,কোন সে অচিনপুর।
সুখ পাখি তোর বাড়ি কোথায়,কোথায় রে তোর বাস।