প্রকৃতিমাতা তুমি তোমার ছায়া তলে আমায় আশ্রয় দিও,আমি যে বড্ড বেশি ক্লান্ত,বিধ্বস্ত।
দূঃখ ভরা মন নিয়ে এসেছি তোমার চরণে।
শোক তাপে অনুতপ্ত এক ক্লান্ত পথিক,তৃষ্ণার্ত মন আর পিপাসিত হৃদয়ের এক দিকভ্রান্ত পথিক।
তুমি মাতা,তুমি জননী,তুমি উদারতার প্রতিমা।
আমি নষ্ট, আমি ধ্বংস,আমি সর্বনাশের বিভীষিকা তবু্ও ও তো তুমি মা আগলে রাখো শত আঘাতে তোমারই বুকে।
তুমি মুক্ত হস্তে,ত্যাগের মহিমায়,সাজিয়েছো ধরণীতল অপার মহিমায়।
সুনীল আকাশ,নক্ষত্ররাজি,ছায়াপথের মায়া,নীল জল,গভীর সমুদ্র,সুউচ্চ পাহাড়ের শুভ্র ঝর্ণা।
সবুজের গালিচা,পাখির ঝাঁক,কত শত ফুলের মন মাতানো মিষ্টি সুভাসে।
তুমি প্রকৃতিমাতা,সৌন্দর্যের দেবী,তুমি আশীর্বাদ।
তোমার ছায়াতলেই আমার শেষ আশ্রয়,বেঁচে থাকার অবলম্বন।