প্রিয় স্বাধীনতা তুমি আমার অহংকার,তুমি বাঙালি জাতির অহংকার।
তোমাকে পেয়েছি ৩০লক্ষ প্রাণের বিনিময়ে,ঝরেছে বুকের কত তাজা রক্ত তোমাকে করতে জয়।
তুমি যেন ছেলে হারা মায়ের বুক ভরা কান্না,ভাই হারা বোনের অশ্রু সিক্ত নয়ন,পিতৃ হীন ছেলের করুণ মুখখানি।
তুমি শীতের সকালে শিউলি ফোটা ভোরের মায়া,ঘাসের বুকের শিশিরের বিন্দু।
তুমি মধ্য দুপুরে পদ্ম পুকুরের ঝিলমিল করা ফোঁটা পদ্মফুল।
তুমি রাতের আকাশে ঝিকঝিক করা তাঁরার মেলা।
লাল গোলাপের ফুটন্ত হাসি।
প্রিয় স্বাধীনতা তুমি কবির কবিতা,প্রেয়সীর প্রেমময়ী অনুরাগ।
তুমি শত ত্যাগের মহিমা,আত্মার অনুভব।
তুমি বঙ্গবন্ধুর বজ্র কন্ঠের বুলি,ঠোঁটের কোণের মৃদু হাসি।
প্রিয় স্বাধীনতা তুমি আমার অহংকার,তুমি বাঙালি জাতির অহংকার।