এখন আর কবিতা লেখা হয় না,
গল্প কিংবা উপন্যাসের পাতায় মন ও বসে না।
এখন আর লেখা হয় না নামহীন খোলা চিঠি।
নীল শাড়ি, নীল কাচের মুঠো ভর্তি চুড়িতে নিজেকে সাজাই না বহুদিন,চোখের কাজলের রেখা কালো টিপের সৌন্দর্যে কেউ আর অপলক দৃষ্টিতে ছুয়ে যায় না মনের আঙ্গিনা।
রাঙা ঠোঁটে উষ্ণতা জাগে না,মোহনীয় কোন আবেশে।
বাহু ডোরে মিশে থাকে না স্বর্গীয় প্রেমের অনুভব।
সাত রঙ্গের সাজানো স্বপ্নেরা বিবর্ণ হয় সাদা কালো ধূসরের মায়ায়।
তোমার চিরচেনা মুখ টা অস্পষ্ট হয়,মিলিয়ে যায় স্মৃতিপট থেকে অজানা কোন কুয়াশাচ্ছন্ন জগতে।
তুমি আমার নীল ঘামে মোড়ানো রক্তাক্ত অতীত, হৃদয়ের রক্তক্ষরণ।
তোমাকে হারিয়েছি,দূর থেকে বহু দূরের অজানা কোন গন্তব্যে।
তুমি ছিলে আমার অস্তিত্বে,কিন্তু আজ নেই,হারিয়েছি তোমায় কালের গহব্বরে।
তুমি আমার প্রাক্তন, প্রিয় প্রাক্তন।
তুমি নেই তবুও আছো,অস্তিত্বের বাঁধনে।