আমি স্বেচ্ছায় হলাম নির্বাসিত,অমৃত উপেক্ষা করে বিষ পাত্রেই ছোঁয়ালাম শেষ চুম্বন।
নিকষ আঁধার কে আলিঙ্গন করে মৃত্যুকেই করলাম সঙ্গী।
আমি স্বেচ্ছায় হলাম নির্বাসিত।
উষ্ণ মৃত্যুর নগ্ন ডানায় ভর করে নির্বাসন দিলাম অতৃপ্ত বাসনা গুলো।
অব্যক্ত ব্যথার ও মুক্তির স্বাদে মত্ত মৃত্যুর উৎসবে।
হৃদয়ের রক্তক্ষরণ অবরুদ্ধ হয় হৃদযন্ত্রের শেষ নিঃশ্বাসে।
আমি স্বেচ্ছায় হলাম নির্বাসিত মর্তলোকের আহ্বান উপেক্ষা করে।
বিষচুম্বনের বিষক্রিয়া ছড়িয়েছে দেহমনে।
নির্বাসিত মনে বেদনা জাগে অনুক্ষণে।
আমি স্বেচ্ছা নির্বাসনে হারিয়ে গেলাম অতলের কৃঞ্চগহ্বরে।
................