মা আমার তোমাকে চাই,
প্রতিটি নতুন ভোরে,প্রতিটি মধ্যদুপুরে,প্রতিটি দিনের শেষে রাত্রি নামলে।
প্রতিটি মূহুর্তে আমার মা চাই।
আমার তোমাকে চাই,
মুখে তুলে আদর করে খুব মমতায় খাবার খাইয়ে আচলে মুখ মুছিয়ে দেয়ার জন্য।
আমার একটি মা চাই,
পৃথিবীর কাউকে বলতে না পারা কথা গুলো বলতে পারার জন্য।
আমার ভুল গুলো,ব্যর্থতার গ্লানি গুলো মুছে দেয়ার জন্য।
আমার একটি মা চাই,
আমার বিষন্ন বিকেলের বিষাক্ত অতীত,ভ্রান্তি গুলো শুদ্ধ করার জন্য আমার শুধু একটি মা চাই।
পড়তে বসার আগে মাথায় হাত বুলিয়ে পড়তে বসানো,পাশে বসে সাহস দেয়ার জন্য।
পরীক্ষার আগের রাত গুলোর ক্লান্তি দূর করার জন্য মায়ের হাতের মিষ্টি চা চাই।
মা আমার তোমাকে চাই,তোমাকেই চাই।
বুকের ভেতরের কষ্টের হাহাকার এক নিমিষে জড়িয়ে শান্ত হওয়ার জন্য মায়ের বুকে আশ্রয় চাই।
আমার একটি মা চাই,
আমার ছেলে মানুষী আবদার পূরণে জন্য তোমাকে চাই।
আমার জরাগ্রস্ত ক্লান্তি দূর করার জন্য তোমার কোলে মাথা রাখতে চাই।
আমাকে জানার জন্য,বুঝার জন্য আমার তোমাকে চাই মা।
সারা পৃথিবীর মানুষ আমার বিরুদ্ধে গেলেও আমাকে বিশ্বাস করে ভরসা দেয়ার জন্য তোমাকে চাই মা।
প্রচন্ড অসুখের রাতে জ্বরের তীব্রতায় সে উত্তাপ সয়ে আমাকে বুকে জড়িয়ে নেওয়ার জন্য মা চাই।
হে ঈশ্বর আমার একটি জন্ম চাই,যে জন্মে আমি মা চাই।
একটি জন্ম তো মা হীন কেটেই গেলো,মা কে পাওয়ার জন্য আবার একটি জীবন চাই।
মা আমার তোমাকে চাই,
এমন একটি পৃথিবী চাই যে পৃথিবীতে তোমাকে চাই।
হে ঈশ্বর আমায় একটি জীবন দিও,আর কিছু না দাও শুধু একটি মা দিও।
আমার যে একটি মা চাই।
.................
মা(মা দিবসে আমার কলমে তুমি)
কলমে:অগ্নি
সময়:মা দিবসের বিষন্ন দুপুর