করোনা
অগ্নিবীণা
করোনাময় পৃথিবী,ভয়ার্ত মানুষ জাতি।
বাড়াতে হচ্ছে দূরত্ব,ভালো থাকার জন্য।
সদা সচেতনতা,এই নিয়ে কাটে সারাবেলা।
মানুষ আমরা সৃষ্টির সেরা,করবো যুদ্ধ নিজেকে করে শান্ত।
থাকবো ঘরে,মানুষের ভালোর জন্য।
অকারণে,অপ্রয়োজনে ভুলে ও যাব না লোক সমাগমে।সযত্নে,স্বইচ্ছায় যাব তা এড়িয়ে।
খাদ্যের অভাবে আছে যারা,হাহাকারে কাটে যাদের বেলা,তাদের করবো সাহায্য দিয়ে আপন অন্ন।
দূরে থেকেও পাশেই রবো,বাঁচাতে মানুষ জাতি।
ডাকবো বিধাতাকে করতে সাহায্যে,বিপদের এই দিনে।
করবো জয়,পাব না ভয় একদিন হবে করোনার পরাজয়।