কবিতা রা আজ ছন্দ হারিয়েছে,
গানের সুর তাল কেটে গেছে।
গল্প রা থমকে গেছে বন্ধ জানালার ওপাশে।
উপন্যাসের পাতা জুড়ে বিষাদের ছোয়া।
রং তুলি রা আজ রংহীন,বিবর্ণ ক্যানভাসে।
রাজ পথ গুলো জনশূন্য,পথিকের পদধূলির হাহাকারে।
ইট পাথরের দেয়াল জুড়ে,দীর্ঘশ্বাস আটকে আছে মুক্ত বায়ুর সন্ধানে।
বন্দী খাঁচায় যেন রাত্রি ভোর হয়,নতুন দিনের প্রত্যাশায়।
দিনের শুরু গোধূলিতে মিলায়,আবার রাতের শেষে আসে নতুন ভোর।
বন্দী খাঁচার শিকলে মোড়ানো বেহিসেবী দিন।
ভঙ্গ হৃদয়ে,বাড়ছে ক্লান্তি যেন শিকড় গজায় পায়।
বন্দী খাঁচায় বন্দী হয়ে মুক্তি খোঁজে মন।