আমি তোমার প্রতীক্ষার প্রহর গুনী জন্ম জন্মান্তরে,শত সহস্র যুগের ইতিহাস পিছনে ফেলে ছুটে যাই তোমার পথের পানে।
আমি চলতে চাই,পেরোতে চাই বাধার অসম প্রাচীর।
তোমার রাজপথ ধরে হেটে যাই,তোমার গন্তব্যের কাছাকাছি।
আমি ক্রমান্বয়ে অগ্রসর হই,সেই গন্তব্যের দিকে। কুন্ডলী পাকিয়ে ধোয়ারা অস্পষ্ট করে, তোমার পদচিহ্নের রেখা।
আমি ডুবে যাই,আরো ডুবে যাই,জমাট বাঁধা অন্ধকারে।তোমার মুখচ্ছবি বিস্মৃতির আড়ালে ঢেকে যায় মনের অন্তরালে।
তোমাকে খুঁজি নিরন্তর খুঁজি,সীমা ছাড়িয়ে দিগন্তের ওপারে।
তুমি অস্পষ্ট,তুমি ধূসর তুমি ছায়াহীন অবয়ব।
আমি ক্লান্ত,পিপাসিত,তৃষ্ণার্ত এক পথিক,খুঁজি তোমায় অস্তিত্বের আঙিনায়।