ভাবছি... এবার লোকালয় ছেড়ে
করবো গিয়ে বনে বাস
প্রকৃতি দেবে বিশুদ্ধ জল- বায়ু
লোকালয়ে কেবল বিষ-নিশ্বাস।
ভাবছি... এবার নিরব হবো
ছেড়ে দেবো লেখা কবিতা- কথন
রাত জেগে মিছে শব্দ খুঁজে
মস্তিষ্কের কেবল করেছি পতন।
ভাবছি... একটু বেহায়া হবো
ছেড়ে দেবো লাজ- ব্যক্তিত্ববোধ
এসবে কেবল শূন্যতা মেলে
সাথে মেলে উপাধি আমি নির্বোধ।
ভাবছি.. হৃদয় পুড়িয়ে দেবো
যেথায় সহস্র আবেগ রয়
আবেগ-বিবেক লালন করে
তিলে তিলে জীবন করেছি ক্ষয়।
ভাবছি... শেষে পাগল হবো
সকল অভিনয়ের করবো অবসান
ইচ্ছে হলেই হাসবো-কাঁদবো
বেহিসেবী কথা নাচ আর গান।