ঘুমের ঘোরে জ্বর এলো
জ্বরের ঘোরে তুমি
তোমায় ঘিরে স্বপ্ন সতত
যায় দু'টি চোখ চুমি।
মাথায় ব্যথা, গায়ে ব্যথা
ব্যথায় জরোজরো
তোমায় ভেবে বুকে ব্যথা
সেটাই হলো বড়।
অঘোর জ্বরে বেঘোর আমি
ছটফটানো রাত,
বলছি আমি " কোথায় তুমি"?
কপালে রাখো হাত !
রাত ফুরোলো প্রভাত এলো
হুঁশ হারালাম বুঝি
মরণ ক্ষণে অবচেতনে
তবুও তোমায় খুঁজি।
প্যারাসিটামল, নাপা এক্সটেন্ডড
এলাট্রল, ফেনাডিন ১২০
কোনোকিছুতেই হচ্ছেনা কাজ
জ্বর আমার ভীষণ ১০৩ --
অসার দেহ বোঝেনা কেহ
আমার মনের ভাষা
পৃথিবীর সেরা এন্টিবায়োটিক
যার নাম ভালোবাসা।
জানিনা সকলে ভাবে কি-না
এমনি আমার মত
ভালোবাসাই সারাতে পারে
রোগ শোক আছে যত।