সত্যিই তুমি বিরক্তিকর
বিরক্ত করে মারো
যতই আমি দূরে যাই
কাছে টানো আরও ।
রোজ সকালে চা'য়ের কাপে
ঠোঁট ছুঁয়ে যাও উষ্ণ তাপে
ক্লান্ত দুপুর কাজের ফাঁকে
মন তোমারই ছবি আঁকে,
উদাস বিকেল দখিন হাওয়া
হীম আবেশে তোমায় পাওয়া
আমার নিপুন ভাবনাগুলো
সব করে দাও এলোমেলো,
সন্ধ্যা ঘনায় হও গোধূলী
ছায়া হয়ে ধরো অঙ্গুলি,
রাত্রি নামে আঁধার মেখে
রেহাই খুঁজি তোমার থেকে
ফের হও ঐ চাঁদের আলো
অঙ্গেতে মোর জোৎস্না ঢালো
চক্ষু বুঁজি, ঘুমের আশায়
স্বপ্ন হয়ে আসো সেথায়
সত্যিই তুমি মোর জীবনে
বিরক্তিকর চরম অধ্যায় ।