আজ আবারও নিজেকে নতুন ভাবে আবিস্কার করলাম। নিজেকে সংস্কার করতে আরও অনেক পোড়া বাকি। খাঁটি হওয়াটা সহজ নয়। সোনা কে খাঁটি হতে যথেষ্ট মূল্য দিতে হয়। আত্মপ্রকাশে সুখানুভব হলেও নিজেকে দাবিয়ে রাখা বা গোপন রাখার মাঝেই সুক্ষ্ম সুখ
অন্তর্নিহিত।
আমি তাঁকে খুউব করে চাইছি" এটা তাঁকে প্রকাশের তীব্রতা আমাকে প্রতি সেকেন্ডে কুরে কুরে খাবে।
"আমি তোমাকে ভালোবাসি" এই একটি বাক্য তাকে বলাতে জানি আমার সব ক্লেশ মিটে যাবে।
কিন্তু আমি এও জানি ভালোবাসা প্রকাশেই ভালোবাসার মৃত্যু ঘটে। ঘাসের ডগায় জমে থাকা ভোরের শিশির বিন্দু মুক্তোদানার মতই সৌন্দর্যে সুশোভিত, সূর্যের প্রথম কিরণে তা সাতরঙা ঝিলিক দেয় ঠিকই কিন্তু তা পরক্ষণেই মিলিয়ে যায়। নিজের চাওয়া-পাওয়া, সুখ- স্বপ্ন, নিজেতেই দাফন করা সহজসাধ্য নয়। কিন্তু এতেই মঙ্গল এতেই নিজের আত্মশুদ্ধি সাধিত হয়।
অসীম ধৈর্য আর সাহস দাও হে প্রিয়তম প্রভু
আমার আমিত্ব কে যেন প্রকাশ না করি কভু