আমি রাতের আঁধারে চন্দ্র মল্লিকা
আমাকে ঘিরে কবি'র প্রেম রচনা,
আমি দিনের আলোয় দখিনা বাতাস
বাউল মনের সুর সাধনা ।
আমি সাগরের বুকে শোভিত উর্মি
সাহসী নাবিক বুকেতে তুফান উথাল-পাতাল
আমি পাহাড় চুড়ায় সৃষ্ট ঝর্ণা
নদী আহবানে হই তাল মাতাল।
আমি শিউলি, যূথিকা, পারুল কেয়া
সুবাস ছড়াই পাপড়ি খুলে
আমি উল্কা আমি নীহারিকা,
আমি ঘোর রহস্য নভমন্ডলে।
আমি প্রেমিকা, প্রিয়া প্রিয়তমা সখি
আমাতে লুটায় বিশ্ব দেখি --
সবখানেতে জয়গান আমার
সবাতে নিজেকে দেখতে পাই
অস্তিত্ব নিজের খুঁজতে গেলে কোথায় আমি?
কোথাও নাই.......!!