বাহিরে যতটা ঝড়, মনে আরও বেশি
বিপর্যস্ত আজ ধরণী মাতা,
হারায়ে সবুজ হাসি।
একের পর এক হানছে আঘাত
ধরণী মা'র বুকে
একা মোকাবিলা করে চলেছে
ঝড় - তুফান, রোগ- শোকে।
আমরা মানুষ অতি ক্ষুদ্র
অতি অসহায়, প্রাণী
ওগো দয়াময় ভিক্ষা দাও মোদের
তোমার মেহেরবানী।
কত আদরে ফুল-ফসলে
সৃষ্টি তোমার ধরা
কত আদরের বান্দা তোমার
ক্ষুধা তৃষায় যাচ্ছে মারা।
তোমার ইশারায় চলছে সবই
তুমি মহা- মহীয়ান
আমাদের কি'বা সাধ্য প্রভু
বুঝিবো তোমার শান।
আমাদেরই পাপে পড়েছি আমরা
এটুকু করি অনুভব
ক্ষমা করে দাও দয়াময় খোদা
ঠিক করে দাও সব।।