কিছু মিষ্টি স্বপ্ন, কিছু তিক্ত বাস্তবতা
কিছু অব্যক্ত ব্যথা, কিছু আধো বলা কথা
কিছুটা তোমায় তীব্র করে পাওয়ার আশায়
কিছুটা এ মন তোমার তরে হাত বাড়ায়
স্বল্প পরিসরে অল্পেই সাজাতে চায় ঘর
না ভেবেই, তুমি দূ-র, নাকি পর !
কিছু ভুল ছিলো আমার তোমাকে বোঝার
কিছু দোষ ছিলো তোমার আমাকে দেখাবার
কিছু তুমি হারিয়েছো, কিছু আমার খয়েছে
তবুও অবশিষ্ট দু'জনার যেটুকু রয়েছে
সেটুকু দেবোনা ঝরে যেতে প্রিয়তম
যে সময় তোমা থেকে আমারে করেছে ভিন্ন
দু'হৃদয় করেছে আঘাতে শত ছিন্ন
সে সময়ের থেকে চেয়ে নেবো সব
ভেঙে যাওয়া স্বপ্ন, আনন্দ উৎসব
অনুনয় করে ভিখারির বেশে দুহাত পেতে
হাঁটু গেঁড়ে বসে চেয়ে নেবো দু'জনকে দুজনার জন্য।