বৃষ্টি চাই ..! অঝোর ধারায় !
ওগো বিশাল আকাশ, তোমার বাহুডোরে
ধরে রেখেছো পুঞ্জীভূত মেঘের পাহাড়,
ধরিত্রীমাতার কোমল বক্ষে তেজোদৃপ্ত রবি
ঢেলে দিচ্ছে ফুটন্ত লাভা-
খুলে দিয়ে অগ্নি দ্বার।
জ্বলছে মাটি,তরুলতা জ্বলছে বৃক্ষরাজি  
চারিপাশে কেবল অদৃশ্য দাবানল
পুড়ে হচ্ছে ছাঁই যত সবুজ আজি।
তপ্ত বাতাস বিষ নিঃশ্বাস রোদন তুলেছে তাই
বৃষ্টি চাই.! বৃষ্টি চাই...বৃষ্টি চাই..!
ওগো অভিমানী আকাশ,স্রষ্টার অসীম সৃষ্টি তুমি
ভুলে অভিমান, ধন্য করো স্রষ্টার এ পূণ্যভূমি,
চিরকাল তোমাকে "উদার" উপাধি
দিয়েছে জগৎবাসী,
তোমার কি বলো দায়িত্ব বর্তায় না,
ধরনীর মুখে ফোটাতে হাসি..?
বৃষ্টি দাও উজাড় করি প্রশান্ত করো নগর
শীতল পরশে ঘুম পাড়িয়ে দাও ভস্মীভূত শহর।
পরিতৃপ্তির রাত পোহালে স্নিগ্ধ ভোরে হেসে
রংধনু হয়ে সহস্র রঙ ছড়িয়ে দিও অবশেষে ।
প্রকৃতির প্রেমে আমরা বাঁচি,
রুঠে গেলে প্রকৃতি হবো জানি কাঙালি
মিণতি  ভরে জানাই আকুতি --
আকাশ,মাটি, বৃষ্টি,নদী চিরকাল থেকো মিতালী।