বাহিরে ঝুম বৃষ্টি, দু'চোখে ঘুম ফেরারি।
মধ্যরাতের এই মায়াবী প্রহরে
নিজের অজান্তেই মন গুণগুণ গেয়ে ওঠে--
"যদি মন কাঁদে তবে চলে এসো,
চলে এসো.... এক বর্ষায় ....!!
কিন্তু আমার " চলে এসো"আহ্বান যতই
মর্মভেদী হোকনা কেন অন্ততঃ সেই
প্রিয় মানুষটির কর্ণগোচর -
হবার মত জোর রাখেনা।
সত্যি বলতে বৃষ্টি ঝরা রাতের আলাদা একটা
মাদকতা আছে, এমন ভেজা একটি রাত
অনেক আকাঙ্ক্ষার, অনেক প্রত্যাশার,
প্রতিটি জীবনের জন্য। হোক তা
অনেক দুঃখের বা অনেক সুখের।
একটি বৃষ্টিস্নাত রাত একজন  খুউব সুখি
মানুষকে করে তোলে আরও সুখি, মনে
রোমান্স এনে দেয়, সজীব সতেজ প্রেমময়
উন্মাদনায় প্রফুল্ল করে জৈবিক সত্তা।
অপরদিকে একজন খুউব দুখি মানুষকে
তলিয়ে নেয় স্মৃতির অতল গহীনে, ভাবনার
কাঁটা লতা গুলো তাঁকে আষ্টেপৃষ্টে বেঁধে নেয়
কষ্টের নির্জাস সুরা পান করে নেশাতুর
আবেশে দুঃখের স্বাদ নেয় বিদেহী আত্মা।
এ এক অমিয় সুধা, যা কেবল
ঝুম বৃষ্টির রাতগুলোই উপহার স্বরূপ দিয়ে থাকে ।