হে মহান! করুনার আধার রাহিম রহমান
দাও সাড়া, শোন হে তুমি আমার আহ্বান।
নামিছে আঁধার গোধূলি বেলায় পাখিরা ফিরিছে নীড়ে
তোমার কাছে আবারো আমরা চলে যেতে চাই ফিরে।
গন্ধম খেয়ে স্বর্গচ্যুত হয়েছিলেন আদি পিতা
মানব কেন হারিয়া গেল, শয়তানের কেন জিতা
সবার চেয়ে বেশি ভালবাসায় সৃষ্টি করিলা যারে
সে মানুষ কেন পাপে ভরিল সুন্দর এ ধরণীরে।
হাজার হাজার সৃষ্টি তোমার স্বভাব ধর্ম মানে
শ্রেষ্ট সৃষ্টি মানুষেরা কেন ভুল করে সবখানে?
ভুলে ভুলে মানুষ জীবন কাটায় তবুও মানুষ সেরা
তোমার লীলা বুঝা বড় দায় তুমি যে রহস্য ঘেরা।
গোলক ধাঁধাঁর এই দুনিয়ায় তোমাকে হারায়ে খুঁজি
না পেয়ে তোমায় ভীষণ কষ্টে চোখের জলে ভিজি।
আর পারিনা ক্লান্ত আমি তোমার মদদ চাই
স্বর্গ নরক চাইনা যে কিছু তোমাকেই যেন পাই।