হায়! রাজাকে ধরিল কি অদ্ভূদ এক রোগে
বৈদ্যি কবিরাজ ভেবে মরে একযোগে
কি ওষুধে ভাল হবে?
শিকড় বাকড় পাতা ছাল সব গেল রাজার পেটে
ঝাঁড়ফুক তন্ত্রমন্ত্র যার যা ছিল ঘটে
সবই কি বিফল তবে?
ডাইনে-বায়ে ঘুরিতে পারেনা হাড় মড়মড় করে
আহ্ কি যে ব্যথা, প্রাণ থাকেনা ধড়ে
কেমনে এ রোগ যাবে?
কেঁদে মরে রাজা কেঁদে মরে রাণী কেঁদে মরে রাজ্যবাসী
সবার চেয়ে বেশি আমরা রাজাকে ভালবাসি
তার তবে কি হবে?
দরবেশ এক কোথা হতে যেন আসিল রাজার ঘরে
উপায় একটা বাতলে দিলো রোগ সারাবার তরে
এ রোগ সারিয়া যাবে।
যদি সুখী মানুষের জামা কেহ রাজাকে পড়াতে পারে
এক নিমিষে সকল রোগ রাজাকে যাবে ছেড়ে
রাজা তবে সুস্থ্য হবে।
কেহ ছাড়িল স্বস্তির শ্বাস এত সহজে চিকিৎসা হবে
কেহ হাসিলো ক্রুর হাসি হয়েছে বটে তবে!
যাক দেখি কি হয়!
দিকে দিকে ছুটে রাজার পেয়াদা হাজার ছত্রীসেনা
সুখী মানুষের জামায় ভরিবে রাজার প্রাসাদখানা
রাজা যদি ভাল হয়!
কিন্তু একি হায়! কেউ বলেনা আমি সুখী মানুষ ভাই
সবাই বলে আমার মতো দুঃখী কেহ নাই
এতো ভারী জঞ্জাল!
সারা দেশ খুঁজে কোন লোকালয়ে সুখী মানুষ যে নাই
রাজার রাজ্য শাসন কি পুরোটা তবে বৃথাই
এই কি রাজ্যের হাল?
সুখী মানুষ খুঁজিয়া খুঁজিয়া ক্লান্ত রাজার লোক
বাইরে যেন সবাই সুখী ভিতরে সবার শোক
সুখী মানুষের নাই খোঁজ।
সুখী মানুষের জামার অভাবে রাজা কি মরিবে শেষে?
সুখী মানুষ খুঁজতে গিয়ে রাজ্য ফেলিল চষে
কোথাও নেই সুখী লোক!
লোকালয় ছেড়ে বনের মাঝে সবাই ছুটিল ঊর্ধশ্বাসে
খোঁজ যদি মেলে সুখি মানুষের রাজা বাঁচানোর আশে
পাওয়া গেল একলোক
সে নাকি অনেক সুখী মানুষ দুঃখ বলে কিছু নাই তার
আনো তুমি তোমার জামাটা দ্রুত সময় নাইযে আর
তাড়াইতে হবে রোগ।
সুখী মানুষ এবার হাসিয়া বলে হাসাও কেন মোরে ভাই
জামা কি জিনিস কোনদিন আমি চোখেও দেখি নাই
তোমাকে কেমনে দেই?
শুনিয়া ব্যাকুল রাজার লোকেরা ভাবে এ কেমন প্রহসন
কেমনে সুখী এ মানুষ তবে সামান্যও নাই ধন
বুঝিনা যে কিছুতেই।
সবাই জিগায় সুখী মানুষেরে এ কেমন প্রহসন ভাই
কেমন করে সুখী মানুষ তুমি
তোমার তো কিছু নাই!
সুখী মানুষ বলে সুখের জন্য কিছু নাই প্রয়োজন
মন থেকে শুধু পাওয়ার আশা ছাড়ো
লোভমুক্ত করো মন।
নশ্বর জগত আগেও ছিল পরেও থাকিবে পড়ে
থাকিবো না শুধু তুমি আর আমি
চলে যাবো সব ছেড়ে।
যে ধন আমার সাথে যাবে না তার তরে হুতাশ নই
খোদার আদেশ সম্পদ আমার
তাই যেন আঁকড়ে রই।
রাজার লোকেরা বুঝিল কিনা ভাববার অনেক আছে
এখনো মানুষ সুখ খুঁজে পেতে
দৌড়ে টাকার পিছে।
ন্যায় অন্যায় বাছবিচার নাই টাকা হলেই যেন খুশি
ভাল মানুষ হয়েছে সংখ্যালঘু
মন্দের সংখ্যাই বেশি।