আমাকে সঁপিলাম চরণে তোমার
নাও মোরে কৃপা করে
দয়ার সাগরে সিনান করায়ে
নাও মোরে শুচি করে।।
যেদিন গিয়াছে পাপ পথে চলে
আর তো পাবো না ফিরে
ক্ষমা ছাড়া আর নাই কোন পথ
ক্ষমা চাই বারেবারে।।
যেন অনাগত দিন ঠিক পথে চলি
পাপ থেকে রেখো দূরে
তুমি যদি মোরে দয়া নাহি করো
আমি যাবো কার দ্বারে।।
তুমি মোর আশা তুমি যে ভরসা
যেওনা আমাকে ছেড়ে
তোমার চরণে জীবনে ও মরণে
ঠাঁই দিও প্রভূ আমারে।।