অবক্ষয়, অবক্ষয় আর অবক্ষয়
কান পাতলেই শুনি,
চোখ খুললেই দেখি
নৈতিকতা আজ ধুলায় লুন্ঠিত হায়।
ধর্ষণ, ধর্ষণ শুধু ধর্ষণ চারিদিক
নিরাপদ নেই বোন
নিরাপদে নেই মা
শোন হে নষ্ট সমাজ তোমাকে শত ধিক।
লজ্জা, লজ্জা চরম লজ্জায় ডুবে যাই
এভাবে কি তবে
সব শেষ হবে
সভ্যতা-ভব্যতা, শরম-লজ্জা যাদুঘরে নিবে ঠাঁই?
অভিশাপ, অভিশাপ এই ঘৃণ্য সমাজের তরে
নষ্ট-ভ্রষ্ট সমাজ
পাপাচারে গেছে ভরে
ভেঙে করো খান খান, গড়ো ফের নতুন করে।।