🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
এটা বলোনা, ওটা বলোনা
সেটা না বলাই ভালো
না বলার ফর্দ দীর্ঘ অনেক
কি তবে বলিবো বলো?
বলতে চাইলেই মনে পড়ে যায়
শুভাকাঙ্খীদের মানা
বলে কি লাভ কে শুনিবে কথা
বলা মিছে ষোল আনা।
বলতে গেলেই অনেকে বেজার
তাই ভালো চুপ থাকা
যা ঘটার ঘটুক চুপ করে থাকো
উপদেশ এই পাকা!
আজকে আমার মন চাহিতেছে
মন থেকে কিছু বলি
ভুল পথ ছেড়ে সোজা পথে এসে
সত্যের পথে চলি।
আমি যদি হতাম এমন যাত্রী
ভিন্ন আমার তরী
তোমার নৌকা করো যদি ফুটো
থাকিতাম চুপ করি।
হতো যদি এমন আমার তরীর
মাল্লা আমিই একা
সারি গান গেয়ে পাড়ি জমাতাম
ওপারের পেতাম দেখা।
কিন্তু নাইতো ছোট তরী কারো
একাই বাহিবে নিজে
দুখের সাগর পাড়ি দিতে হবে
সবে মিলে জাহাজে।
সে জাহাজ যদি ফুটো করে কেহ
থাকবে কি নিরাপদ
অথবা নাবিক ভুল পথে চলে
খুঁজে কি পাবে পথ?
তোমাদের ভুল ছাড়বেনা আমায়
থাকি যদি চুপ করে
তোমাদের সহ আমাকে নিয়েও
তরী যাবে জলে ভরে।
ডুবিতেছে তরী ক্রন্দন ভারী
কান্নায় কিবা ফল
পাপের কর্মে অমৃত জোটেনা
জোটে শুধু হলাহল।
মহা বারিধির গর্জন শুনিয়া
ত্রাসে কাঁপে ভীরু মন
সবাই মিলিয়া যাবো কি ডুবিয়া
এ ডুবা অকারণ?
নাই কারো জানা কেমনে বাঁচাবে
ডুবুডুবু তরীটিরে
দক্ষ নাবিক দেখিনা তো আজ
কোটি মানুষের ভীড়ে!
গজব আযাব এমনি আসেনা
হাতের কামাই সব
কেমন শ্রেষ্ঠ সৃষ্টি আমরা
নাই কেন অনুভব?
আল্লাহর নিয়মে চলতে চাহিনা
মনগড়া নিয়মে চলি
নিজের তৈরি অগ্নিকুন্ডে
নিজেরাই তাই জ্বলি।
বাকস্বাধীনতার সুযোগ পেয়ে
ভুল পথে ডাকে যারা
আজকে তাদেরই উঁচু করা শির
সত্যবাদীরা মরা!!
ভন্ড পাপীরা মিছে কথা বলে
সত্যের মতো করে
দিনকে বানায় রাতের মতো
শুধু যে চাপার জোরে।
যারা আছো এখন সত্য নিয়ে
মিউমিউ কন্ঠ নিয়ে
ভেবোনা আখেরে পার পেয়ে যাবে
নীরবে যতনা সয়ে।
প্রতিবাদ যদি না করো পাপের
পাপ বেড়ে যাবে ঢের
সত্যের টুঁটি ধরিবে চাপিয়া
আজীবন টানিবে জের।
সত্য পেয়েও চুপ করে থাকা
সবচেয়ে বড় পাপ
আমাদের ভুলে ঘাড়ে উঠে তারা
করিতেছে লাফঝাঁপ।
বহু তো ঘুমালে এবার তো জাগো
সত্যের পথিক যত
মিথ্যার দোযখ এই ধরণীরে, করো
জান্নাতে পরিণত।
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻