চলিতে শিখায় যে জন আমায়
শিক্ষক সেই জন
যতটুকু শিখেছি এই জীবনে
শিক্ষকের অবদান।
বাবা-মা আমার প্রথম শিক্ষক
ভাই-বোনও কম নয়
তারাও আমায় শিখিয়েছে যত্নে
কি করিলে কি হয়।
পাড়াপ্রতিবেশি কাছে এসে বসি
শিখিয়েছে মহব্বত
সহযোগিতার মন্ত্র শিখেছি
কে করে দুই মত?
বন্ধু আমায় শিক্ষা দিয়েছে
ভালোবাসা কারে বলে
বিপদে আপদে পাশে পেয়েছি
নানান কাজের ছলে।
কর্মস্থলে সহকর্মীরাও
শিখিয়েছে কত কাজ
তার ফলে দেখ তোমরা আমায়
দক্ষকর্মী ভাবো আজ!
কে বলো আমার শিক্ষক নয়
শিখেছি তো সবার কাছে
সবার কাছেই ভালো ছাত্রের
শিখার বিষয় আছে।
স্কুলে যে জন বই পড়ে বুঝায়
সে শুধু শিক্ষক নয়
সারাটি জীবন যেই কিছু শিখায়
শিক্ষক তারে কয়।
শত্রুও শিক্ষক হতে পারে জেনো
ব্যবহারিক শিক্ষা দেয়
ভালো ছাত্রেরা সবার থেকেই
বাস্তব শিক্ষা নেয়।