ভাল থাক,
ভালবাসার মানুষেরা ভাল থাক
যত মান অভিমান
ভালবাসার বানে ভেসে দূরে যাক
ভাল থাক
ভালবাসার মানুষেরা ভাল থাক।।

ভুল হয়
জীবনের পদে পদে ভুল হয়
মন মোর শুনে রাখ
ভুল গুলো জীবনের সব নয়।
চির তরে
ভুল গুলো মন থেকে ধুয়ে যাক।
ভাল থাক
ভালবাসার মানুষেরা ভাল থাক।।

হোক তার
মন ভরা অহমিকা বিস্তর
হাসি মুখে
অবহেলা সয়ে যাবি দিনভর
দিন শেষে
বুঝবে সে হয়ে যাবে নির্বাক
ভাল থাক
ভালবাসার মানুষেরা ভাল থাক।।

হয়তো সে
মুখে যা বুকে তার ভিন্ন
বুঝে নিয়ে
তার ব্যথা করো তারে ধন্য
তা না হলে
তার বিষ তার বুকেই জমে থাক
ভাল থাক
ভালবাসার মানুষেরা ভাল থাক।।

প্রিয় জন
চিরদিন হয়ে থাক প্রিয় রূপ
প্রয়োজনে
দূরে থেকে ভাল তারে বেসো খুব
তার মত
সে চলে তার মত ভাল থাক
ভাল থাক
ভালবাসার মানুষেরা ভাল থাক।।