ভালো কাজ করো, ভালো কাজ করো
বলে চিল্লাই জীবন ভরে
ভালো কাজ কি, কাহাকে বা বলে
ভেবে দেখেছি কি ভালো করে?
ভাল কাজ কি, নাই যদি জানি
কেমনে করিব ভালো
না জেনে যতোই ভালো কাজ করি
ক্রেডিট কি তাতে বলো?
"শাপে বর" নামে কথা আছে এক
তার মানেটা সবে জানি
যার শাপেতেও বর হয়ে গেলো
তাকে কি ভালো মানি?
কোন লোক আমার মন্দটা চাহিলে
হয়ে যায় তাতেও ভালো
মন্দ চাওয়ার লোকটা কি তবে
আমার চোখেতে ভালো?
আল্লাহর আদেশ মেনে চলা, আর
নিষেধ থেকে থাকা দূরে
এইটা চরম ভালো কাজ জেনো
ভেবে দেখো ভালো করে।
আরও আছে ভালো কাজ বহু
ভেবে না হারিও কুল
প্রতিহত করিবে সকল মন্দ
না করিলেই মহা ভুল।
যদি, বাঁধা নাহি দাও মন্দ কর্মে
ভালো কাজের তুমি অঁরি
তুমি মহাপাপী মন্দ দেখিয়াও
থাকো যদি চুপ করি।
ভেবোনারে মন বেঁচে যাবে তুমি
বালুতে ঢুকিয়ে মাথা
দেখিবেনা বলে কি ঘটিবেনা কিছু
তবে, ভান কেন অযথা?
না দেখার যদি ভান ধরে থাকো
তাতে মন্দই হয় জয়ী
মন্দ তুমি নিজে না করিলেও
শতভাগ তুমি দায়ী।
ভালো কাজ করো মন্দকে ঠেকাও
দুইয়ে মিলেই ভালো কাজ
ভালো কাজের এই সংজ্ঞা দিতেই
লিখিলাম আমি আজ।