🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
আশ্বাসে আশ্বাসে নিভে গেছে বিশ্বাসের বাতি সব
কেউ কথা রাখেনি সব কথা ছিল শুধু মিছে কলরব
কেউ কথা রাখবেনা যত কথা দিবে
ধীরে ধীরে তেল বিনে আশা যাবে নিভে!
তোমাকে প্রয়োজন তাই প্রিয়জন
ভেবে তবে মন দিও হলে প্রয়োজন।
কে আপন কে পর নিতে চাও জেনে?
ডেকে দেখো আসে কী না তব দুর্দিনে।
আসবে যে সব ফেলে সে আশাও মিছে
মুখ টিপে হাসে কী না আড়ালে বা পিছে।
কত জন পাবে খুঁজে ভন্ড আপন
লুকানো ব্যাথা জাগায় ক্ষত করে মন।
যে ব্যাথা লুকাতে চাও নানা আয়োজনে
প্রিয় সেজে খোঁচা দিবে নানা কথা বাণে।
তোমার ক্ষতে যাহা বিষ সম জ্বলে
লাগাবে তা সযতনে নিরাময় বলে।
তার পিছে যত দিবে নিজের সময়
তিলে তিলে আত্মাটা করে দিবে ক্ষয়।
জোঁকের মতো তারা পিছে লেগে থেকে
প্রাণটুকু চুষে খায় ফাঁপা দেহ রেখে।
কতজন আছে দেখায় দুখ চির সাথী
অভিনয়ে পাকা তারা কাঁদে দিবা রাতি।
সাধ্য কি শুনাবে তারে হৃদয়ের কথা
শুনিতে তার কথা হ্যাং হবে মাথা।
সইলাম ভন্ডামী, না হয় যত অভিনয়,
ব্যাথা দিতে খোঁচায় যে জন সেটা কি গো সয়?
প্রকৃতির নিয়ম দেখো কত সুন্দর
মানলে স্বর্গ হতো মানুষের ঘর।
আঘাতের ফলে যদি কোথা যায় ফুলে
রক্তরা দল বেঁধে সেথা আসে চলে
লাল হয়, ব্যাথা করে, কিছু কিছু জ্বলে।
এ ফোলা এ জ্বলা উপকার তরে
এর ফলে ক্ষত দ্রুত উপশম করে।
রক্তেরা আসে নাকো কভূ খালি হাতে
ওষুধ পথ্য পুষ্টি নিয়ে আসে সাথে।
প্রকৃতির বাইরে মানুষ চলে মন মতো
প্রকৃতি অনিয়ম সয় আর কতো?
যেভাবে চলছে এখন আরো যদি চলে
ধ্বংস! হবেই হবে!! যাই আজ তাই বলে।।
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺