😭😭😭😭😭😭😭😭😭😭😭

ভুসুকুপা! চর্যাপদের কবি
তোমার লেখা একটি পদেই
বলে দিলে সবই?
বনের যত প্রাণি আছে ছোট কিংবা বড়
হরিণটা যে খুব নিরিহ, থাকে জড়োসড়।
ন্যুনতমও হয়নি ক্ষতি তাহার দ্বারা কভূ
তবু কেন তার ললাটে দুঃখ লিখেন প্রভু
মাংস তার সুস্বাদ বলে সবার প্রিয় সে
বাঘ-সিংহের থাবার ভয়ে থাকে সদা ত্রাসে
বাদ যায় না শিয়াল কুকুর বাদ যায়না কেহ
খুব আরামে আহার করে নরম নধর দেহ
নিজের মাংস বিস্বাদ হলে ভয় কি ছিল তার
নাক ডাকিয়া ঘুম পারিলেও ভাঙতো না কেউ ঘাড়
নিজের মাংস নিজের শত্রু কেমন অবিচার
হরিণ সদাই ভেবে মরে কান্দে জাড়েজাড়
সুস্বাদ কভূ হইওনাকো সবার লাগি তাই
ঘাড় ভাঙিয়া সবাই খাবে কোন উপায় নাই
ইঙ্গিতে কয় ভুসুকুপা সেভাবেই হও তৈরি
জেনে রেখো বৎস "আপনা মাংসে হরিণা বৈরী"।
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭