এসো ভাই
চলো যাই
       আমাদের ছোট গাঁয়
কল কল
ছল ছল
       ছোট নদী ছুটে যায়।
সুশীতল
নীল জল
       জুড়ে যায় দেহ মন
ঝিরি ঝিরি
শিরি শিরি
        বহে মৃদু সমীরণ।
মেঠো পথে
যেতে যেতে
        বাতাসেতে পেতো কান
ডালে ডালে
সুর তুলে
         কত পাখি গায় গান।
মেয়ে ছেলে
হেসে খেলে
         এখানেতে বড় হয়
হৈ হৈ
রৈ রৈ
          ঘুরে ফিরে পাড়াময়।
চা স্টলে
গাছ তলে
           বড়দের আড্ডায়
পান চলে
প্রাণ খুলে
           যার যাহা মন চায়।
অবশেষে
দিন শেষে
            বাড়ী ফিরে সকলে
খেয়ে দেয়ে
পড়ে শুয়ে
            ডুব দেয় স্বপনে।।