💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

কতদিন হয়ে গেল
স্মৃতি থেকে মুছে গেছে সময়ের হিসাব
দেয়াল থেকে খসে গেছে পুরান পঞ্জিকার পাতা
আমাকে হয়নি ভালোবাসা!

সবুজ ঘাসফড়িং
নীল প্রজাপতির চপলা ডানা
ভালোবেসেছি দিনের শেষে পাখিদের নীড়ে আসা
আমাকে হয়নি ভালোবাসা।

বসন্তের আগমণে
রঙে রঙে সাজা চেনা অচেনা ফুল
ভালোবেসেছি ফুলের দলে ভ্রমরের ফিরে আসা
আমাকে হয়নি ভালোবাসা।

ডমরু মেঘের বারি
গ্রীষ্ম দুপুরে কাঠফাটা রোদের পরে
ভালোবেসেছি চঞ্চলা মেঘের ভাসিয়া উড়ে আসা
আমাকে হয়নি ভালোবাসা।

নদীর বহতা স্রোতে
কুলুকুলু ধ্বনি ছন্দের সুরে তালে
ভালোবেসেছি করুণ সুর বিউগলে উঠে আসা
আমাকে হয়নি ভালোবাসা।

শক্ত জমিন চষে
কিষাণের জমিতে ধানের ঢেউয়ের খেলা
ভালোবেসেছি কৃষকের চোখে নতুন দিনের আশা
আমাকে হয়নি ভালোবাসা।

প্রেয়সীর কালো চোখ
উদাস চাওয়া অলস দূপুরের ঢুলুঢুলু ঘুম
ভালোবেসেছি গভীর তন্দ্রায় স্বপ্নের ফিরে আসা
আমাকে হয়নি ভালোবাসা।
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞